কবিতা : নারী |

মো. সুজাউদ দৌলা
প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ উত্তরা, ঢাকা

 

১।   কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন?

     উত্তর : বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে।

২।   প্রথম মহাযুদ্ধ শুরু হলে কাজী নজরুল ইসলাম স্কুল ছেড়ে কোথায় যোগদান করেন?

     উত্তর : বাঙালি পল্টনে।

৩।   কবির চোখে কাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই?

     উত্তর : নারী-পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই।

৪।   পুরুষের জয়ের পেছনে প্রেরণা ও শক্তি দিয়েছে কে?

     উত্তর : বিজয়লক্ষ্মী নারী।

৫।   কোন যুগ বাসী হয়েছে?

     উত্তর : যে যুগে পুরুষ দাস ছিল না, কিন্তু নারীরা দাসী ছিল।

৬।   আমাদের জাতীয় কবি কে?

     উত্তর : কাজী নজরুল ইসলাম।

৭।   কাজী নজরুল ইসলাম কত তারিখে জন্মগ্রহণ করেন?

     উত্তর : ১৮৯৯ খ্রিস্টাব্দের ১৫ মে।

৮।   কাজী নজরুল ইসলাম কবে মৃত্যুবরণ করেন?

     উত্তর : ১৯৭৬ সালের ২৯ আগস্ট।

৯।   কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?

     উত্তর : ৪৩ বছর বয়সে।

১০। কাজী নজরুল ইসলাম তাঁর লেখায় কোন শব্দ ব্যবহারে কুশলতা দেখিয়েছেন?

     উত্তর : আরবি-ফারসি।

১১। ‘সাম্য’ শব্দটির অর্থ কী?

     উত্তর : সমতা।

১২। ‘রণ’ শব্দের অর্থ কী?

     উত্তর : যুদ্ধ।

১৩। ‘ডঙ্কা’ শব্দের অর্থ কী?

     উত্তর : জয়ঢাক।

১৪। ‘রচা’ শব্দের অর্থ কী?

     উত্তর : রচনা করা হয়েছে এমন।

১৫। ‘পীড়ন’ শব্দটির অর্থ কী?

     উত্তর : অত্যাচার।

১৬। কে সাম্যের গান গায়?

     উত্তর : কবি সাম্যের গান গায়।

১৭। কবি কাদেরকে বিজয়লক্ষ্মী বলেছেন?

     উত্তর : কবি নারীদের বিজয়লক্ষ্মী বলেছেন?

১৮। কারা হৃদয় উপাড়ি দিল?

     উত্তর : মাতারা হৃদয় উপাড়ি দিল।

১৯। বীরের স্মৃতিস্তম্ভের গায়ে কার কথা লেখা নেই?

     উত্তর : নারীর কথা লেখা নেই।

২০। বিশ্বের কল্যাণকর কাজে নারীদের অংশ কতটুকু?

     উত্তর : অর্ধেক

২১। কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?

     উত্তর : ১৯১৯ সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়।

কবিতা : দেশ |

মো. সুজাউদ দৌলা, প্রভাষক রাজউক উত্তরা
মডেল কলেজ উত্তরা, ঢাকা 
 

১।   মাথার এলোকেশে গয়না পরায় কারা?

     উত্তর : প্রজাপতির ঝাঁক।   

২।   বক-কনেরা কেমন রঙের?

     উত্তর : সাদা সাদা।

৩।   মানিক আলা জ্বালায় কে?

     উত্তর : শরত্কালের শিশির।

৪।   থোকা থোকা কী দোলে?

     উত্তর : ধানের ছড়া।

৫।   বনের পায়ে রবির আলো খণ্ড হয়ে কী করছে?

     উত্তর : নাচছে।

৬।   পাখির গানের সুরে কারা কাঁপছে?

     উত্তর : কচি কচি বনের পাতা।

৭।   আকাশ ছেড়ে কে এসেছে?

     উত্তর : বুনো হাতির দল।

৮।   শস্যের দোলায়মান সবুজ ডগাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন?

     উত্তর : মাথার এলোচুলের সঙ্গে।

৯।   ‘আলা’ শব্দটির অর্থ কী?

     উত্তর : আলো।

১০। কালো মেঘকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন?

     উত্তর : বুনো হাতি।

১১। কারা শহরে, গঞ্জে নানা সামগ্রী পৌঁছে দেয়?

     উত্তর : সওদাগরেরা।

১২। সাত সাগরের পণ্য কোথায় চলে?

     উত্তর : সওদাগরের নৌকায়।

১৩। জসীমউদ্দীন কবে জন্মগ্রহণ করেন?

     উত্তর : ১৯০৩ খ্রিস্টাব্দের ১ জানুয়ারি।

১৪। জসীমউদ্দীন কোথায় জন্মগ্রহণ করেন?

     উত্তর : ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে।

১৫। জসীমউদ্দীনের পিতৃনিবাস কোথায়?

     উত্তর : ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে।

১৬। কর্মজীবনের শুরুতে জসীমউদ্দীন কোথায় অধ্যাপনা করেন?

     উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।

১৭। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় জসীমউদ্দীনের কোন কবিতাটি বিশেষভাবে প্রশংসিত হয়েছে?

     উত্তর : ‘কবর’ কবিতাটি।

১৮। জসীমউদ্দীনকে ডি লিট ডিগ্রি প্রদান করে কোন প্রতিষ্ঠান?

     উত্তর : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

১৯। জসীমউদ্দীন কবে মৃত্যুবরণ করেন?

     উত্তর : ১৯৭৬ খ্রিস্টাব্দের ১৩ মার্চ।

২০। জসীমউদ্দীন কোথায় মৃত্যুবরণ করেন?

     উত্তর : ঢাকায়।

২১। কাকে পল্লীকবি বলা হয়?

     উত্তর : জসীমউদ্দীনকে।

GO TOP